বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চুয়াডাঙ্গায় মাছবোঝাই ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ দুইজন নিহত

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৫:২২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাছবোঝাই ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার হাটবোয়ালিয়া গ্রামে ফুটবল মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিবপুর গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল ইসলাম (৪০) ও একই এলাকার মৃত আতিয়ার মিয়ার ছেলে সাজিবুল ইসলাম (৫২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে হাটবোয়ালিয়া ফুটবল মাঠ এলাকায় আলমডাঙ্গা-গাংনী আঞ্চলিক সড়কে মাছবোঝাই ট্রাকটি যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালকসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় ইজিবাইকের ৬ যাত্রীকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

আলমডাঙ্গা হাটবোয়ালিয়া ক্যাম্পের ইনচার্জ কামরুল হাসান বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আরও ছয়জন চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। 

ইত্তেফাক/এবি

এ সম্পর্কিত আরও পড়ুন