জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও দেশটির কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিকের মৃত্যু নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। জানা গিয়েছিল, কোলন ও লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২২ আগস্ট) মারা যান তিনি। তবে তার মৃত্যুর খবরটি গুজব বলে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।
এর আগে স্ট্রিকের মৃত্যুর খবরটি জানিয়েছিলেন, তারই এক সময়ের সতীর্থ আরেক সাবেক জিম্বাবুয়াইন ক্রিকেটার হেনরি ওলোঙ্গা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটের মাধ্যমে স্ট্রিকের মৃত্যুর খবরটি জানান।
তবে কয়েক ঘণ্টা পরেই আরেকটি টুইট করেছেন ওলোঙ্গা। স্ট্রিক মারা যাননি বলে জানান ওলোঙ্গা। টুইটে তিনি লিখেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে হিথ স্ট্রিকের মৃত্যুর গুজব ব্যাপকভাবে বিভ্রান্তি ছড়িয়েছে। আমি তার কাছ থেকে শুনেছি। থার্ড আম্পায়ার তাকে ফেরত এনেছেন। তিনি জীবিত আছেন।’