শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

আড়াই মাস পর ব্যবসায়ীর লাশ ফেরত দিলো বিএসএফ 

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৭:০২

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ দীর্ঘ আড়াই মাস পর ফেরত দিয়েছে বিএসএফ। গত ৪ জুন দিবাগত রাত ২টা ৩০ মিনিটে পাটগ্রাম ইউনিয়নের শেষ ও জগতবেড় ইউনিয়নের সীমান্তে গুলিতে নিহতের ঘটনা ঘটে। 

জানা যায়, বিএসএফ টহল দলের সদস্যরা ভারত-বাংলাদেশের গরু পারাপারকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ইউছুফ আলীর পেটে ও হাতে গুলি লেগে ঘটনাস্থলে মারা যায়। ইউছুফের বাড়ি জগতবেড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেছেরডাঙ্গা এলাকায়। বাবার নাম শাহ জামাল। সীমান্তে নিহতের লাশ ফেরত চেয়ে ইউছুফের বাবা শাহ জামাল ৬১ বিজিবি ব্যাটালিয়নে আবেদন করেন। বিজিবি উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। যাবতীয় প্রক্রিয়া শেষের পর গত ২/৩ দিন আগে লাশ ফেরত দেওয়ার কথা জানায় ভারতীয় বিএসএফ। মঙ্গলবার (২২ আগস্ট) বিকাল ৪টায় সীমান্তের ৮৬৮ নম্বর প্রধান ও ৩ নম্বর উপপিলারের নিকট দিয়ে ইউছুফের লাশ ফেরত দেওয়া হয়। 

ছবি: ইত্তেফাক

এ সময় ভারতীয় কোচবিহার জেলার মেখলিগঞ্জ ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের শ্রিমুখ ক্যাম্পের কমান্ডার অরবিন্দ কুমার, কুচবিহার আদালতের একজন ম্যাজিস্ট্রেট, মেখলিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেমন্ত মুখার্জি, বাংলাদেশের পক্ষে ৬১ বিজিবি ব্যাটালিয়নের নাজিরগুমানী ক্যাম্পের কমান্ডার সুবেদার রেজাউল করিম, জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব রহমান উপস্থিত ছিলেন। 

নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইত্তেফাক/পিও