শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিবিয়ানা গ্যাস ফিল্ড পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৭:০৭

দু’দিনের সফর সিলেট পৌঁছেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বুধবার (২৩ আগস্ট) সকালে তিনি সিলেটে পৌঁছান। এদিন বিকালে তিনি নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ড পরিদর্শন করেন। 

এর আগে হাস শেভরনের সহায়তায় পুষ্টি ও সিলেট সমাজ কল্যাণ সংস্থা (এসএসকেএস) পরিচালিত কজিমপুর স্বাস্থ্য সেবা ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় এসএসকেএস-এর সাধারণ সম্পাদক বেলাল আহমদ মেটারনিটি ক্লিনিক এবং তার সংস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দূতাবাসের ইকোনমিক অফিসার এ্যমি ক্যাস, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার ও কর্পোরেট এফায়ার্স ডিরেক্টর মোহাম্মদ ইমরুল কবির প্রমুখ। 

ইত্তেফাক/এবি