রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঐতিহ্যবাহী ঝাপান খেলা, ঝিনাইদহে দর্শক মাতালেন সাপুড়েরা

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১১:৫৪

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিনোদন ঝাপান খেলা। বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ্যে ঝাপান খেলার আয়োজন করা হয়। সম্প্রতি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভগবান নগরে ঝাপান খেলা অনুষ্ঠিত হয়।  নানা বয়সের মানুষ খেলা দেখতে আসেন। তারা সাপের খেলা দেখে আনন্দ উপভোগ করেন। আর সাপুড়েরা নেচেগেয়ে দর্শক মাতায়।

ভগবাননগর গ্রামে ক্ষুদ্র  নৃ গোষ্ঠীর মনসা পূজা উপলক্ষ্যে ঝাপান খেলার আয়োজন করে। ভরে যায় সাপ খেলা দেখানো মঞ্চের আশপাশ। দর্শক সাপের হিসহিস শব্দ শুনে পুলকিত হয়। সাপুড়ে হাঁড়ি থেকে সাপ ধরে মঞ্চের ওপর ছেড়ে দেন।

দুপুর থেকে শুরু করে বিকাল পর্যন্ত সাপুড়েদের সাপ খেলা দেখানো প্রতিযোগিতা চলে। অন্তত ৫০টি গোখরা সাপ দিয়ে তারা খেলা দেখান। 

ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাতুব্বর সুনীল বিশ্বাস জানান, মনশা পূজা উপলক্ষ্যে ঝাপান খেলার আয়োজন করেছেন। অনেক মানুষ এসেছে। তারা খেলা দেখে আনন্দ পায়।

স্কুল শিক্ষার্থী অন্তরা জানায়, ঝাপান খেলার কথা শুনে বন্ধুদের সঙ্গে নিয়ে এসেছে। সাপের ফণা তুলে খেলা দেখে আনন্দ পেয়েছে।

সাপুড়ে লিটন হোসেন বলেন, বিভিন্ন স্থানে খেলা দেখিয়ে নিজেরা আনন্দ পান, দর্শকদের আনন্দ দিয়ে থাকেন। সাপ খেলা দেখিয়ে তাদের সংসার চলে। তিনি সাপে কামড়ালে দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

খেলার আয়োজকদের একজন ভাটই বাজার কমিটির সভাপতি বাদশা আলমগীর বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলা ধরে রাখাতে এ খেলার আয়োজন করা হয়েছে।

ইত্তেফাক/আরএজে