পাবনার ঈশ্বরদীতে চিকিৎসা দিতে রোগীর বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নার্স নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর সড়কের ঈশ্বরদী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোজিনা আক্তার রোজী (৩৭) উপজেলার সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া গ্রামের আফজাল মালিথার মেয়ে ও শহরের আলো জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স।
আলো জেনারেল হাসপাতালের ম্যানেজার সুমন আলী বলেন, হাসপাতালের স্টাফ সোলাইমান হোসেনের স্ত্রীর প্রসব বেদনা ওঠায় নার্স রোজিনাকে তার বাড়ি থেকে মোটরসাইকেলে করে আনতে যান তিনি। এ সময় পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই রোজিনা নিহত হন। পরে দুর্ঘটনায় আহত সোলাইমানকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক আসমা খান জানান, হাসপাতালে আনার আগেই রোজিনা আক্তার মারা গেছেন। সোলাইমান হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহীতে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) হাছান বসির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।