বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

বিক্রিতে রাজি না হওয়ায় বাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০২:৫৬

কেরানীগঞ্জে মডেল থানার শাক্তা জিয়া নগর এলাকায় স্থানীয় প্রভাবশালীদের কাছে বাড়ি বিক্রিতে রাজি না হওয়ায় সৌদি প্রবাসীর পাকাবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

ভুক্তভোগী প্রবাসী সালাহ উদ্দিনের স্ত্রী হেনা বেগম অভিযোগ করেন—গত এক বছর ধরে জিয়া নগর এলাকার কিছু লোক তাদের বাড়ি বিক্রি করার প্রস্তাব দিয়ে আসছেন। রাজি না হওয়ায় তাদের পক্ষে সাইদ, জুয়েল, দেলোয়ার, সালাম, শাহ আলম ও মামুনসহ ১০/১২ জন গত সোমবার বিকালে বাড়ির ভাড়াটিয়াদের আসবাবপত্রসহ চারটি কক্ষ এবং একটি রান্নাঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। 

এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় হেনা বেগম লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ওসি মামুন অর রশি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাড়ি ভাঙার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় থানায় মামলার হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, ২০০৫ সালে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চামটা এলাকার বাসিন্দা সালাহ উদ্দিন সৌদি আরবে থাকা অবস্থায় কেরানীগঞ্জ মডেল থানার মালঞ্চ মৌজায় সাড়ে সাত শতাংশ জমি কিনে বালি ভরাট করে পাকাবাড়ি নির্মাণ করে ভাড়া দিয়ে আসছেন। বাড়ি ভাড়া দিয়ে প্রবাসীর ছেলেমেয়ের লেখাপড়াসহ তাদের সংসার খরচ চলত।

বর্তমানে বাড়িটিতে একটি মুদি দোকানসহ চারটি ভাড়াটিয়া পরিবার বসবাস করা অবস্থায় দুর্বৃত্তরা বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেয়। এতে চরম বিপাকে পড়েছে পরিবারটি। অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, বাড়ি ভাঙার ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে  অপরাধীদের শনাক্ত করা হয়েছে। অবিলম্বে আটক করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএইচপি