সিলেটের জাফলংয়ে ডাউকি নদীর পানিতে ডুবে রমিজ উদ্দিন নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রমিজ মানিকগঞ্জের দলাই গ্রামের বিন্দু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ৪০-৫০ জনের একটি দল বাসে করে মানিকগঞ্জ থেকে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে রমিজ ও কয়েকজন পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে রমিজ স্রোতের টানে তলিয়ে যান। এ সময় সঙ্গে থাকা অন্য পর্যটক এবং স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। না পেরে পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানা পুলিশ, জাফলং ট্যুরিস্ট পুলিশ, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিদের কয়েক ঘণ্টার চেষ্টায় বিকালের দিকে তার লাশ উদ্ধার করা হয়।
রমিজ উদ্দিনের সঙ্গে থাকা লুৎফুর রহমান বলেন, তারা তিন-চারজন গোসল করতে নদীতে নামেন। রমিজ সাঁতার জানতেন। কিন্তু নদীতে স্রোত তীব্র থাকায় তিনি নদীতে তলিয়ে যান।
গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল বলেন, পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।