রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

১৮ দিন পর বিদ্যুৎ পেলো রুমাবাসী

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৩:০০

১৮ দিন ধরে রুমা উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ফের সংযোগ স্বাভাবিক হয়েছে। বন্যা ও পাহাড়ধসের কারণে এতদিন রুমা উপজেলা সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম জানান, চলতি মাসের প্রথম দিকে সপ্তাহব্যাপী ভারী বর্ষণে বান্দরবানে স্মরণাতীতকালের বন্যা ও পাহাড়ধসে বান্দরবান-থানচি ও রুমা সড়কের বিভিন্ন জায়গায় খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। 

এর আগে ১৯ আগস্ট থানচিতে বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও এতদিন রুমা উপজেলায় বন্ধ ছিল, যা বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের অক্লান্ত চেষ্টায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চালু হয়েছে। 

রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা জানান, ৬ আগস্ট থেকে অতিবৃষ্টি ও বন্যার কারণে উপজেলা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। ১৮ দিন পর উপজেলাবাসী বিদ্যুৎ পেয়েছে, সেজন্য বান্দরবান বিদ্যুৎ বিভাগের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। 

নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে দিনরাত কাজ করা হচ্ছে।

ইত্তেফাক/এএইচপি