বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এশিয়া কাপের আগে করোনায় আক্রান্ত দুই লঙ্কান ক্রিকেটার 

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৩:১৬

আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। তবে এরই মধ্যে দুঃসংবাদ পেয়েছে টুর্নামেন্টের সহযোগী আয়োজক শ্রীলঙ্কা। করোনায় আক্রান্ত হয়েছেন দুই লঙ্কান ক্রিকেটার। 

লঙ্কান সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, করোনা আক্রান্ত হয়েছেন আভিষ্কা ফার্নান্দো ও কুশল পেরেরা। জানা গেছে, দু'জনের শারীরিক অবস্থাই স্থিতিশীল। তেমন কোনও অসুবিধা নেই তাদের। কোভিডের প্রাথমিক লক্ষ্মণ থাকায় পরীক্ষা করানো হয়েছিল।

এখনও এশিয়া কাপের দল ঘোষণা করেনি শ্রীলঙ্কা। আগামী ৩১ আগস্ট বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। সেক্ষেত্রে এই দুই ক্রিকেটারকে বাদ দিয়ে কিংবা স্ট্যান্ডবাই রেখে দল ঘোষণা করতে পারে। 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন