জার্মানিতে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বার্লিনের একটি হোটেলে জার্মান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদদের স্মরণে মিলাদ মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়।
একইসঙ্গে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রুবেল। এছাড়া শেখ রেদোয়ান, লিখন খান, শাহ আলম, রনি মাতুব্বর, সাইফুল ইসলাম,পলাশ হাওলাদার, নাজিমউদ্দিন, মো. শাহরিয়ার হোসেন, আরিফুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। এটা ছিল ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। আলোচনা সভায় বক্তারা জাতির পিতার মহীয়ান জীবন ও বাংলাদেশের জন্য তার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
শোক সভায় সভাপতিত্ব করেন বিল্লাল হোসেন। সঞ্চালনা করেন জার্মান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আউয়াল খান।