হবিগঞ্জের চুনারুঘাটে সাবেক স্বামীর দায়ের কোপে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৬ আগস্ট) উপজেলার গাজীপুর ইউনিয়নের সোনাচং এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সাবেক স্বামী সুজন মিয়াকে (৩৬) একই এলাকার বাসিন্দা।
মৃত আকলিমা খাতুন (৩৫), তার বাবার বাড়ি একই উপজেলার ছনখলা গ্রামে। তিনি সাত সন্তানের জননী।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, ১৫ বছর আগে আকলিমা সঙ্গে সুজন মিয়া বিয়ে হয়। তাদের সংসারে সাত সন্তান রয়েছে। তবে আকলিমা স্বামী-সন্তান রেখে অন্যত্র বিয়ে করেছেন, এমন অভিযোগ তুলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াবিবাদ লেগে থাকত। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাদের ছাড়াছাড়িও হয়।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাড়ির সামনে রাস্তার পাশে একটি নারকেলগাছ পরিষ্কার করছিলেন সুজন মিয়া। সেই পথ দিয়ে যাচ্ছিলেন আকলিমা। এ সময় একজন আরেকজনকে গালাগাল দেন। এক পর্যায়ে উত্তেজিত সুজন তার হাতের দা দিয়ে আকলিমাকে কুপিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। পরে এলাকাবাসীর সুজন মিয়াকে ধরে পুলিশের হাতে তুলে দেন।