পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ফ্রাই মার্কেটে শনিবার (২৭ আগস্ট)সন্ধ্যায় সুদৃশ্য বড় আকারের মেলো মেলো প্রজাতির শামুকের পসরা বসছে। এক একটি শামুকের ওজন প্রায় এক থেকে দেড় কেজি মতো।
ফ্রাই মার্কেট বেল্লালের দোকানে শামুকগুলো তোলা হয়েছে। এসময় অনেক পর্যটক এসব শামুক এক হাজার টাকা কেজি দরে কিনে নিয়ে যান।
অনেকে আবার এক নজর দেখতে দোকানটিতে ভিড় করে।
দোকানদার বেল্লাল জানান, শনিবার বিকেলে মৎস্য বন্দর আলীপুরের এক জেলের কাছ থেকে ৬০০ টাকা কেজি দরে অন্তত ৩০টি শামুক কিনে নেন।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এসব শামুক সাধারণত উপকূলীয এলাকায় দেখা যায় না। এসব শামুক গভীর সমুদ্রে বিচরণ করে।