ওমানের বাংলাদেশ দূতাবাসে সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করা হবে। বুধবার (২৩ আগস্ট) ওমানের বাংলাদেশ দূতাবাসের এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, ওমান প্রবাসীসহ সকল বাংলাদেশি নাগরিকদের জানানো যাচ্ছে, বাংলাদেশ দূতাবাস মাস্কাটের উদ্যোগে দূতাবাসে নিযুক্ত আইনজীবীর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়া হবে।
প্রতি মঙ্গলবার বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত দূতাবাসে গিয়ে সহায়তা নিতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিরা আইনি পরামর্শ নিতে পারবেন।
দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম বলেন, এই পথচলা ভিত্তি হিসাবে শুরু। পরিষেবার সময়কাল আমাদের প্রবাসীদের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে আরও বেশি হবে।