বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কবি নজরুলের মাঝে আমরা বঙ্গবন্ধুকে পাই: এমপি বাহার

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২১:২৬

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবসন্তান হলো বঙ্গবন্ধু। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মধ্যেই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুঁজে পাই। সাম্য, মানবতা ও দ্রোহের কবি নজরুল মানুষের মুক্তির জয়গান গেয়েছেন। 

রোববার (২৭ আগস্ট) কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন তিনি। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান এমপি বাহার। পরে কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, নজরুল ইন্সটিউিট, কালচারাল কমপ্লেক্স, শিল্পকলা একাডেমি, বাংলা সংস্কৃতি বলয় ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।   

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নজরুল পরিষদের সহসভাপতি পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. মো. আসাদুজ্জামান, শ্রীকাইল কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য, কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ, নজরুল পরিষদের সাধারণ সম্পাদক অশোক কুমার বড়ুয়া। 

এ সময় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নজরুল গবেষকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরষ্কার বিতরণ করেন। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা সংস্কৃতি বলয় বিশ্ব কমিটির সদস্য দেলোয়ার হোসেন জাকির ও কুমিল্লা নজরুল ইন্সটিউিট কেন্দ্রের সহকারি পরিচালক মো. আল আমিন।

ইত্তেফাক/পিও