সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সীতাকুণ্ডে ৩ পুলিশ সদস্যের মৃত্যু: রেলক্রসিংয়ের গেটম্যানকে আসামি করে মামলা

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৬:০৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে আসামি আটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহতের ঘটনায় মামলা করেছে রেলওয়ে পুলিশ। মামলায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফকিরহাট রেলক্রসিংয়ের গেটম্যান মাহমুদ হাসান দীপুকে একমাত্র আসামি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও রেলওয়ের কর্তৃপক্ষের পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সামিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

রেল কর্মকর্তারা জানান, গেটম্যান দীপু রেলওয়ের নিয়োগপ্রাপ্ত কর্মচারী নন। তিনি আউটসোর্সিংয়ের ভিত্তিতে চাকরি করছিলেন। দায়িত্বে অবহেলার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে গেটম্যান দীপু ছিলেন না।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম গণমাধ্যমকে বলেন, তিন পুলিশ সদস্য নিহতের ঘটনায় রাতেই মামলা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে গেটম্যানকে একমাত্র আসামি করে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, রোববার (২৭ আগস্ট) দুপুরে সীতাকুণ্ড পুলিশের একটি টহল দল অভিযানে যাচ্ছিল। ফকিরহাট এলাকার ক্রসিং এলাকায় পৌঁছালে পুলিশ ভ্যানটি রেললাইনে আটকে যায়। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেন পুলিশ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আর দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়।

ইত্তেফাক/এবি