শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সুইজারল্যান্ডে জাতীয় শোক দিবস পালন

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৯:৫৯

সুইজারল্যান্ডের জেনেভায় জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিএনপি জামায়াত জোট সরকারের ন্যাক্কারজনক গ্রেনেড হামলার ঘটনায় সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৭ আগস্ট) সুইজারল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি পালন করা হয়। 

সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় পরিচালিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জমাদার নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের উপস্থায়ী প্রতিনিধি, সার্জে দ্য অ্যাফেয়ার্স ও বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সঞ্চিতা হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক সভাপতি হারুন অর রশিদ বেপারী।

শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতা-কর্মী ও সুইজারল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত উপস্থিত সকল প্রবাসীরা। কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। 

স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল। আলোচনায় অংশগ্রহণ করেন-উপদেষ্টা কাজী আসাদুজ্জামান, মুক্তিযুদ্ধ বিশেষজ্ঞ ব্লগার ও সাংবাদিক অমি রহমান পিয়াল, সহ-সভাপতি মো. আনিস হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন শামীম, সাংগঠনিক সম্পাদক গৌরীচরণ সসীম, সমাজকল্যাণ সম্পাদক সমীরণ বড়ুয়া জিশু, আশোক কুমার সরকার রবি ও আহমেদ মুফাচ্ছের শিহাব প্রমুখ।

প্রধান অতিথি বাংলাদেশ স্থায়ী মিশনের উপস্থায়ী প্রতিনিধি এবং সার্জে দ্য অ্যাফেয়ার্স সঞ্চিতা হক বলেন যে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ ধারণ করেই বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে পেরেছে।’

১৫ আগস্টকে বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক দিন উল্লেখ করে তিনি বলেন, ‘ইনডেমনিটি আইন বাতিলের মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের ব্যবস্থা করে এই কলঙ্ক কিছুটা হলেও মোচন করা হয়েছে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন-প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রথম সচিব মোহাম্মদ কামরুল ইসলাম, প্রথম সচিব ও দূতালয় প্রধান গৌতম কুমার দে, প্রথম সচিব আব্দুল্লাহ আল ফরহাদ, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহসভাপতি মশিউর রহমান সুমন, গোলাম মোরশেদ, কাজী আবদুর রহিম, বিপুল তালুকদার, মোক্তার মোল্লা, যুগ্ম সম্পাদক মো. আকবর আলী, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান সুমন, সুমন চাকমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আইয়ান জুনায়েদ, যুব ও ক্রীড়া সম্পাদক টিপু সুলতান, আন্তর্জাতিক সম্পাদক আবু নাঈম, আওয়ামী নেতা হোসাইন মনির ময়না, রশিদ বেপারী, মো. মমিন পারভেজ, সুমন সালাম মনোয়ারা, তারেক আল মাহমুদ, সুইজারল্যান্ড শ্রমিক লীগের সভাপতি আব্দুর রব, সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক খান শরীফ প্রমুখ।

ইত্তেফাক/এএএম