বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শিক্ষা কর্মকর্তার অর্ধশতাধিক আম গাছ কেটে ফেলার অভিযোগ

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ২১:৫৭

মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে গফুর বেপারী নামের এক শিক্ষা কর্মকর্তার অর্ধশতাধিক আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের ছালাম বেপারীর বিরুদ্ধে। সোমবার (২৮ আগস্ট)  সকালে বাঁশগাড়ির রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গফুর বেপারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষকের দায়িত্বে কর্মরত। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

জানাগেছে, উপজেলার বাঁশগাড়ি এলাকার রামচন্দ্রপুর গ্রামের রশিদ বেপারীর ছেলে শিক্ষা অফিসের কর্মকর্তা গফুর বেপারী তার বাড়ির পাশেই ৭ শতাংশ জমি প্রায় দেড় বছর আগে ক্রয় করেন। এ জমিতে তিনি একটি আমের বাগান করেন। তবে গফুর বেপারী তার চাকরির সুবাদে মাদারীপুর জেলা সদরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। এ সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে একেই এলাকার ছালাম বেপারীর নেতৃত্বে চুন্নু ও নান্নু শিকদারসহ বেশ কয়েকজন মিলে গফুর বেপারীর বাগানের ৩৫টি আম গাছ কেটে সাবার করে ফেলে। এবং কাটা গাছগুলো তারা দ্রুত অন্য জায়গায় সরিয়ে রাখে। পরে এ খবর পেয়ে খাসেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী গফুর বেপারী বলেন, আমার কেনা জমির সব আম গাছগুলো কেটে ফেলেছে ছালাম বেপারী ও তার লোকজন। আমি কালকিনি থানায় অভিযোগ করেছি।

অভিযুক্ত চুন্নু শিকদারের দাবি, ওই জমি গফুরের নয়। একটি সমবায় সমিতির।

কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/পিও