অভিনব কায়দায় পেটের মধ্যে ২ হাজার ৪১৫ পিস ইয়াবা পাচারকালে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ মাদারীপুর। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে সদর থানার চর দক্ষিণপাড়া হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো সদর উপজেলার চর দক্ষিণপাড়া গ্রামের মৃত জহির হোসেনের ছেলে মো. বিপ্লব হোসেন (৪০) এবং রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে মো. বায়েজীদ (২৮)।
র্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. মুহতাসিম রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল রোববার সদর থানার চর দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় আটককৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, তারা টেকনাফ থেকে অভিনব কায়দায় পেটের মধ্যে করে ইয়াবার চালান নিয়ে মাদারীপুরে এসেছে। পরবর্তীতে আটককৃত আসামিদেরকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে এক্সরে করা হয়। এক্সরে রিপোর্টে চিকিৎসক একজনের পেটের ভিতরে ইয়াবা সাদৃশ বস্তুর অস্তিত্বের প্রমাণ পায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালে পর্যবেক্ষণে রেখে জরুরি চিকিৎসা সেবা দিলে একজন আসামির পায়ুপথ দিয়ে কয়েক ধাপে ইয়াবার ৪১টি পুটলি বের হয়। যার ভেতর হতে ২ হাজার ৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়াও তাদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড ও নগদ কিছু টাকা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের উদ্ধারকৃত আলামতসহ মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।