বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এমপি মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে চিফ হুইপের শোক

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১২:০০

নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী।

শোক বার্তায় চিফ হুইপ বলেন, আব্দুল কুদ্দুস এমপি ছিলেন একজন সাহসী মানুষ। তিনি নাটোর-৪ আসন থেকে পাঁচ বার এমপি নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে জাতি যেমন তার একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো তেমনি জাতীয় সংসদ তার একজন যোগ্য সংসদ সদস্যকে হারালো। এই ক্ষতিপূরণ হবার নয়।

শোক বার্তায় চিফ হুইপ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  বুধবার ( ৩০ আগস্ট) সকাল ৭টা ২২ মিনিটে এমপি আব্দুল কুদ্দুস  মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি পাঁচবার সংসদে নাটোরের বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন। সপ্তম সংসদে তিনি মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন।

ইত্তেফাক/ আরএজে