মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

প্রিগোশিনের বিমানটি উদ্দেশ্যমূলকভাবে নামানো হয়েছিল: ক্রেমলিন

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২০:২৬

ভাড়াটে ভাগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন বিমান দুর্ঘটনায় মারা গেছেন। এ কথা অফিশায়ালি নিশ্চিত করেছিল ক্রেমলিন। এবার তারা বলেছে, প্রিগোশিনকে বহনকারী বিমানটিকে উদ্দেশ্যমূলকভাবে নামানো হয়েছিল। বুধবার তদন্তকারীরা এই তথ্য দিয়েছে। খবর রয়টার্সের।

বিশ্লেষকরা বলছেন, ক্রেমলিনের এই দাবি প্রিগোশিনকে হত্যা করার পক্ষেই ইঙ্গিত দিচ্ছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে তদন্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘সবকিছু বিবেচনা করা হচ্ছে। আপনারা ভাল করেই জানেন যে আমরা কী সম্পর্কে কথা বলছি। এটাকে ইচ্ছাকৃত নৃশংসতা বলতে পারি।’

ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন দুর্ঘটনার তদন্ত করবে কিনা জানতে চাইলে, পেসকভ বলেন, পরিস্থিতি এটিকে আলাদা করেছে। তবে তদন্তকারীরা ঠিক কী ঘটেছে সে সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছেনি বলেও সতর্ক করেছেন তিনি।

রুশ তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে বলেছেন পেসকভ।

যে প্রাইভেট জেটে চড়ে প্রিগোশিন মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাচ্ছিলেন তা মস্কোর উত্তরে ২৩শে আগস্ট ১০ আরোহীসহ বিধ্বস্ত হয়। ঘটনায় সকলেই মারা যায়। এর মধ্যে আরও দুই শীর্ষ ভাগনার ব্যক্তিত্ব, প্রিগোশিনের চার দেহরক্ষী এবং তিনজনের একজন ক্রু ছিল।

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, তবে ঘটনাস্থলের কাছাকাছি গ্রামের লোকেরা রয়টার্সকে বলেছেন, তারা একটি বিস্ফোরণ শুনেছে এবং তারপর জেটটি মাটিতে পড়ে যেতে দেখেছে। জুনের শেষের দিকে প্রিগোজিন দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভের নিয়ন্ত্রণ নেওয়ার ঠিক দুই মাস পর বিমানটি বিধ্বস্ত হয়।

জেটটি ব্রাজিলের তৈরি ছিল। রাশিয়া ব্রাজিলের বিমান তদন্ত কর্তৃপক্ষকে জানিয়েছে, তারা আন্তর্জাতিক নিয়মের অধীনে এই মুহূর্তে জেট বিধ্বস্তের তদন্ত করবে না। সেই রিপোর্ট সম্পর্কে জানতে চাইলে পেসকভ বলেন, ‘প্রথমত, তদন্ত চলছে, তদন্ত কমিটি এতে নিয়োজিত আছে। এই ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক দিক নিয়ে কথা বলা যাবে না।’

দুর্ঘটনার পরের দিন পুতিন নিহতদের পরিবারের প্রতি তার সমবেদনা পাঠিয়েছিলেন এবং বলেছিলেন, তিনি নব্বইয়ের দশকের শুরুর বছর থেকে প্রিগোশিনকে অনেক দিন ধরে চিনতেন। তার ভাগ্য অনেক খারাপ ছিল এবং তিনি জীবনে মারাত্মক ভুল করেছিলেন।

তবে পুতিন তাকে একজন প্রতিভাবান ব্যবসায়ী হিসেবে বর্ণনা করেছেন। প্রিগোশিনকে হত্যার অভিযোগ ডাহা মিথ্যা বলে অস্বীকার করেছিল ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তিনি এই মৃত্যুতে বিস্মিত নন এবং রাশিয়ায় এমন কিছু ঘটেনি যার পিছনে পুতিনের হাত থাকে না।

প্রিগোশিনের মৃত্যুর পর পুতিন ভাগনার যোদ্ধাদের রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ গ্রহণের নির্দেশ দেন। প্রিগোশিনের অনুগামীরা বুধবার তার সমাধিতে ফুল, বার্তা এবং কবিতা অর্পণ করেন, তাকে একজন নির্ভীক যোদ্ধা হিসেবে অভিনন্দন জানান।

ইত্তেফাক/এসএটি