ময়মনসিংহের মুক্তাগাছায় প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী আসাদুজ্জামান (৩০) নিহতের পর দুই দিন অতিবাহিত হলেও বুধবার (৩০ আগস্ট) রাতে পৌনে নয়টায় রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।
সোমবার (২৮ আগস্ট) রাতে তারাটি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের শামছুল হকের ছেলে নিহতের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দের নেতৃত্বে এলাকাবাসী ও পরিবারের পক্ষ যুবলীগ কর্মী দাবি করে ময়মনসিংহ- উত্তরবঙ্গ মহাসড়কের মুক্তাগাছা মেইনরোড এলাকায় প্রতিবাদ ও আজ বিকালে কাফনের ফিতার কাপড় বেঁধে মিছিল করে।
প্রতিপক্ষ হিসাবে দাবি করে অভিযোগ করা হচ্ছে, আওয়ামী লীগ নেতৃত্বে থাকা দায়িত্বপ্রাপ্তদের। কমিটির সভাপতি সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। তবে দলটি কিংবা যুবলীগের পক্ষ থেকে গণমাধ্যমে কিছু জানানো হয়নি ।
মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ বলেন, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে রাতে থানায় এসে অভিযোগ প্রেক্ষিতে মামলা করবেন বলে জানানো হয়েছে।