বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাতক্ষীরা-জয়পুরহাট যুবলীগের কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৯

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরা ও জয়পুরহাট জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে এই দুই জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।

শুক্রবার (১ সেপ্টেম্বর) যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ৯০ দিনের জন্য মিজানুর রহমানকে আহ্বায়ক এবং স ম আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল, এস এম মারুফ তানভীর হোসেন সুজনকে যুগ্ম-আহ্বায়ক করে সাতক্ষীরা জেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট এবং মো. মিলন দেওয়ানকে আহ্বায়ক ও হাসানুল ইমাম রবিন, মোস্তফা মেহমুদ আহমেদ তমালকে যুগ্ম-আহ্বায়ক করে জয়পুরহাট জেলা যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন আহ্বায়ক কমিটিকে ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের অধীনস্ত সব শাখার সম্মেলন শেষ করে সাতক্ষীরা ও জয়পুরহাট জেলা যুবলীগের সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসকে