দিনাজপুরের ঘোড়াঘাটে ফুফুর লাশ আনতে গিয়ে সড়কেই এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় মাহিন আলভী (২৭) দিনাজপুর সদরের বালুবাড়ী এলাকার মুক্তাদির রহমান মেজবাউলের ছেলে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহতের ফুফু মৃত্যু হলে লাশ আনতে যান আলভী। ল্যাবএইড থেকে লাশ নিয়ে ফেরার পথে ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর মসজিদ সংলগ্ন দিনাজপুর অভিমুখী দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনে বসা মাহিন আলভী ঘটনাস্থলেই নিহত ও গাড়ি চালক মিঠু মিয়া গুরুতর আহত হন।
আহত অ্যাম্বুলেন্স চালককে ঘোড়াঘাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসক দিয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।