বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের দুজন নিহত হয়েছেন।
বাগেরহাট-খুলনা মহাসড়কে বৃহস্পতিবার (৩১ আগস্ট ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নিহতরা হলেন, খুলনার বিগবাজার এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী সোহেল ফরাজী (৩৭) এবং তার মেয়ে নওরীন (৫)।
আহতরা হলেন নিহতের স্ত্রী মিনি আক্তার (৩২) ও তাদের বড় মেয়ে নওশীন (১০)।
কাটাখালি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, ব্যবসায়ী সোহেল ফরাজী মোটরসাইকেলযোগে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলা থেকে বৃহস্পতিবার রাতে খুলনা বিগবাজার এলাকা নিজ বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট পিলজংগ এলাকায় বাগেরহাটগামী একটি ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ব্যবসায়ী সোহেল ফরাজী ও ছোট মেয়ে নওরীন নিহত হয়। আহত স্ত্রী মিনি আক্তার ও বড় মেয়ে নওশীনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ড্রাম ট্রাকসহ চালক শাহজাহান সরদারকে (৩৮) আটক করা হয়েছে ।