রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বেড়াতে এসে কলেজছাত্রের মৃত্যু, পুকুরে আরেক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৮

শফিকুল ইসলাম (২৩) নামে এক এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রৌমারী বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। শফিকুল শেরপুরের ডা. সেকান্দার আলী ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে শেরপুর থেকে শফিকুল ইসলাম ও তার তিন বন্ধু ঝাউগড়া ইউনিয়নের রৌমারী বিলের ভ্রমণে এসে পানিতে ঝাপ দেয়ার পর  নিখোঁজ হয়। পরদিন  শফিকুলের লাশ উদ্ধার করা হয়। 

অন্যদিকে শফিকুল ছাড়াও জামালপুরের মেলান্দহে পুকুর থেকে শেখ আমিনুল ইসলাম (৫০) নামে  আরেকজনের লাশও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, প্রচণ্ড গরমে বিকাল ৪টার দিকে তিনি পুকুরের পানিতে নামার পর নিখোঁজ ছিলেন ৩১ সেপ্টেম্বর দিবাগত রাত ১১টার দিকে আমিনুল ইসলামের নিজ গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/পিও