শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

টরন্টোর ফোবানায় যাচ্ছেন না বালাম, বিপাকে আয়োজকরা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯

আজ থেকে প্রায় চার দশক আগে ফেডারেশন অফ বাংলাদেশ ইন নর্থ আমেরিকা (ফোবানা) শুরু হয়েছিলো এখন তা টুকরো টুকরো হয়ে একাধিক ফোবানায় পরিণত হয়েছে। এবছর পাঁচটি খণ্ডিত ফোবানা শুধু হতে যাচ্ছে পহেলা সেপ্টেম্বর থেকে। দুটি আমেরিকায় এবং তিনটি কানাডায়। কানাডায় একটি মন্ট্রিয়লে আর দুটি হচ্ছে টরন্টোতে। তবে টরন্টোর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন শিল্পী বালাম।  

শেরাটন সেন্টার টরন্টো হোটেলে অনুষ্ঠিত ফোবানায় অংশ নেয়ার জন্য চুক্তিবদ্ধ হলেও শেষ মূহুর্তে তা বাতিল করে দেন শিল্পী কাজী এম ডি আলি জাহাঙ্গীর ওরফে বালাম। গত বৃহস্পতিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে অনুষ্ঠানে না যাওয়ার কথা জানান শিল্পী বালাম।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে শিল্পী বালাম বলেন, আমি আন্তরিকভাবে দুঃখিত যে, কিছু অনিবার্য পরিস্থিতির কারণে আমি ৩৭ তম ফোবানা কনভেনশনে উপস্থিত হতে পারছিনা। নীচের পোস্টারগুলিতে আমার ছবি দেখে কেউ বিভ্রান্ত হবেন না। আপনাদের কিছু ভালো মুহুর্ত উপহার দেবার জন্য আমি এবং আমার টিম প্রস্তুত ছিলাম। কিন্তু কিছু যুক্তিসঙ্গত কারণে তা হচ্ছে না। 


 
এদিকে ফোবানার কনভেনর আবুল আজাদ ইত্তেফাককে জানান, চুক্তি করেও কন্ঠশিল্পী বালাম একেবারে শেষ মুহূর্তে এসে অনুষ্ঠানে না যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ায় বিপাকে পড়েছেন টরন্টোর শেরাটন হোটেলে ফোবানা কনভেনশনের আয়োজকরা।

মন্ট্রিয়ল থেকে দেওয়ান মনিরুজ্জামান জানান, লাভাল হোটেলে বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়লের আয়োজনে ৩৭ তম ফোবানা কনভেনশনে তিন দিনব্যাপী শুরু হচ্ছে লাভাল শেরাটন হোটেলে। এতে অংশ নিচ্ছেন সাবিনা ইয়াসমিন, তপন চৌধুরী, মমতাজ বেগম, বালাম, লাভলী দেব, শিহাব শাহরিয়ার।

আবার টরন্টো ১-৩ সেপ্টেম্বর একটি ফোবানা হচ্ছে শেরাটন সেন্টার টরন্টো হোটেলে। এই অনুষ্ঠান এস আই টুটল, রিজিয়া পারভিন, মমতাজ এবং স্থানীয় শিল্পীবৃন্দ। অপরটি হচ্ছে টরন্টোস্থ বার্চমাউন্ট এবং কিংকস্টন। টেস্ট অফ বাংলাদেশ আয়োজিত লেভার ডে উপলক্ষে ২-৩ সেপ্টেম্বর খোলা আকাশের নিচে উন্মুক্ত ফোবানায় অংশ নিবেন পবন দাস বাউল, বেবী নাজনীন, মমতাজ, সেলিম চৌধুরী প্রমুখ। 

ইত্তেফাক/এএইচপি