বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হাওরে ঝড়ের কবলে নৌকাডুবি, নিখোঁজ ৩ জেলে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫০

নেত্রকোনায় হাওর এলাকায় ঝড়ের কবলে পড়ে পৃথক নৌকাডুবিতে ৩ জেলে নিখোঁজ হয়েছেন। রোববার রাত সাড়ে ৪টার দিকের।

নেত্রকোনায় কলমাকান্দা ও মোহনগঞ্জে হাওরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পৃথক নৌকাডুবিতে এই ৩ জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেরা কলমাকান্দা উপজেলার সদরের গোজাতুলিয়া গ্রামের অনিল দাস, একই উপজেলার আব্দুল কদ্দুছ ও মোহনগঞ্জ উপজেলার গোড়াউতরা গ্রামের দুলাল মিয়া। তাদের বয়স ৩৮-৬০ বছরের মধ্যে।

নিখোঁজদের মধ্যে অনিল দাস সোনাডুবি হাওরে, আব্দুল কদ্দুছ বানবিলে ও দুলাল মিয়া ডিঙ্গাপোতা হাওরে নিখোঁজ হন।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিখোঁজেরা সবাই রাতে নৌকায় করে মাছ ধরতে বাড়ি থেকে বের হয়ে যান। ভোররাত পৌনে ৪টার দিকে আকস্মিক ঝড়ের কবলে পড়েন এসব জেলে। এসময় তাদের সঙ্গে থাকা অন্যরা সাতড়ে প্রাণে বাঁচতে পারলেও অনিল দাস, আব্দুল কদ্দুছ ও দুলাল মিয়া নিখোঁজ হন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মী, স্থানীয়রাসহ ময়মনসিংহ ও কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল চেষ্টা চালাচ্ছেন।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের লিডার এমদাদুল হক জানান, ভোররাতে নৌকায় চড়ে সোনাডুবি হাওরে মাছ ধরছিলেন অনিল দাস। ঝড়ের কবলে পড়ে নৌকা উল্টে ডুবে যায়। সে সময় সঙ্গে থাকা অন্যরা সাঁতরে হাওরপাড়ে উঠে আসতে পারলেও অনিল নিখোঁজ হন। অপরদিকে আব্দুল কদ্দুছসহ ৮ জন বানবিলে নৌকায় করে মাছ ধরছিলেন। একই সময়ে হওয়া ঝড়ে নৌকাটি ডুবে গেলে ৭ জন সাতঁরে তীরে ওঠেন। তখন সেখানে আব্দুল কদ্দুছ নিখোঁজ হন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের উদ্ধারে কাজ করছে ডুবুরিদল।

ইত্তেফাক/এইচএ