বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মধ্যরাতে অস্ত্র নিয়ে মহড়া ও ফাঁকা গুলি, ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৯

গত বুধবার (৩০ আগস্ট) শ্রীপুরের মাওনা চৌরাস্তায় মধ্যরাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া, ফাঁকা গুলি, ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারকৃত ৩ ছাত্রলীগ নেতাকে কেন্দ্রীয় কমিটি বহিষ্কার করেছে। 

দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত ৪ সেপ্টেম্বরের পত্রে উল্লেখ করা হয়েছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী শৃঙ্খলা-পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. হৃদয় শেখ (যুগ্ম আহবায়ক) মেহেদী হাসান শিহাব ও আনোয়ার হোসেনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, সেদিনের সিসিটিভি ফুটেছে দেখা যায়, লাল গেঞ্জি পরা সিহাব (জেলা ছাত্রলীগের পদপ্রত্যাশী) একজনের নেতৃত্বে বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে এলোপাতাড়ি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এরপর রাস্তার পাশে সারি সারি দাঁড়িয়ে থাকা তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়া হয়। গাড়ির একপাশে বসে পড়েন যুবলীগ নেতা আজিজুর রহমান জন। এর পরপরই লাল গেঞ্জি পরা সিহাব হাতে থাকা চাপাতি দিয়ে গাড়িতে এলোপাতাড়ি কোপাতে থাকেন। 

ইত্তেফাক/পিও