ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে ফিল্মি স্টাইলে সশস্ত্র ছিনতাইকারীরা একটি প্রাইভেট কারে ব্যারিকেট দিয়ে সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর ব্যাগভর্তি ১ কোটি ৭০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে মহাসড়কের দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা এলাকায় মোহন ফিলিং স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ রোববার রাত ও সোমবার দিনভর টানা অভিযান পরিচালনা করে সোমবার সন্ধ্যায় দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ও দাউদকান্দি বাজার কমিটির সেক্রেটারি মো. সোহেলের ঘর থেকে ছিনতাই হওয়া ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করেছে। সোমবার রাত সাড়ে ৭টায় ওই টাকা ছিনতাই ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান।
জানা গেছে, কুমিল্লা নগরীর সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী ১ কোটি ৭০ লাখ টাকা নিয়ে রোববার রাতে একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে কুমিল্লা আসছিলেন। পথিমধ্যে জেলার দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা এলাকায় মোহন ফিলিং স্টেশনের সন্নিকটে আসার পর সংঘবদ্ধ ছিনতাইকারীরা ব্যারিকেট দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তার ওই টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারের নেতৃত্বে জেলা ও দাউদকান্দি মডেল থানা পুলিশ রবিবার রাত থেকে সোমবার দিনভর ব্যাপক অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ও দাউদকান্দি বাজার কমিটির নেতা মো. সোহেলের বাড়ি ঘেরাও করে তার ঘরে তল্লাশি চালিয়ে ছিনতাই হওয়া ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করেছে। অভিযানের বিষয়টি টের পেয়ে সোহেল পালিয়ে যায়।
এদিকে সোহেল রানা নিজেকে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দাউদকান্দি উপজেলা সভাপতি হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। তবে আওয়ামী লীগের গঠনতন্ত্রে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নামে কোনো সংগঠনের কথা উল্লেখ নেই।
রাত ৮টায় দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক জানান, ছিনতাইয়ের ঘটনায় সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাইফুল ইসলাম বাদী হয়ে সোহেলকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
পুলিশ সুপার আবদুল মান্নান জানান, রাতের বেলায় একসঙ্গে এতো টাকা ও ওই টাকা বহনের বিষয়টি পুলিশ তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।