রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চুরি করে কারাগারে যায়, কারাগার থেকে বেরিয়ে চুরি করে! 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৪

রাজধানীতে চুরি করার অভিযোগে মো. জুলহাস (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) মিরপুর মডেল থানার আহম্মদনগর পাইকপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, জুলহাস গত মার্চ মাসে চুরি করতে গিয়ে ধরা পরেন। মে মাসে জামিনে বের হন। এরপর আবারও চুরি করতে গিয়ে ধরা পরেন জুলহাস। জুলহাস একজন পেশাদার চোর। নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন বাসাবাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার চুরি করেন। চুরি করতে গিয়ে ধরা পরলেও জামিনে বের হয়ে আবারও চুরি শুরু করেন তিনি।

শুধু এ বছরই তিনি ৩ বার গ্রেপ্তার হন, কিন্তু প্রতিবারই জামিনে বের হয়ে আবারও চুরি শুরু করেন। সর্বশেষ গত মার্চ মাসে চুরি করতে গিয়ে ধরা পরেন। মে মাসে জামিনে বের হন। এর আগে মার্চ মাসে চুরি করতে গিয়ে ধরা পরেন। মে মাসে জামিনে বের হন। গতকাল মিরপুর মডেল থানার আহম্মদনগর পাইকপাড়া ফিরোজা ভিলায় চুরি করতে গিয়ে ধরা পরেন। এলাকাবাসী ৯৯৯ এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তল্লাশি করে তার কাছ থেকে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করে।

ইত্তেফাক/এবি

এ সম্পর্কিত আরও পড়ুন