শ্যামলী পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে পূর্বঘোষণা ছাড়াই রাজবাড়ী-ঢাকা রুটে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপ কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী সাধারণ যাত্রীরা।
জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ অফিস সূত্র জানায়, রাজধানী ঢাকার শ্যামলী পরিবহন ঢাকা টু রাজবাড়ী রুটে রাতে দুটি বাস চলাচল করতো। কিন্তু গত ৩ সেপ্টেম্বর ঢাকার শ্যামলী পরিবহন হঠাৎ করেই এ রুটে দিনের বেলা ট্রিপ নিয়ে আসে। দিনে শ্যামলী পরিবহন বাস চালাচল করলে, রাজবাড়ীর পরিবহন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবে। যে কারণে শ্যামলী পরিবহনের একটি বাস আটকে দিয়ে ঢাকায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
রাজবাড়ী মুরগির ফার্ম বাস কাউন্টারে ঢাকাগামী যাত্রী এম দেলোয়ার হোসেন, মো.শিহাবুর রহমান বলেন, জরুরি কাজের উদ্দ্যেশে রাজধানী ঢাকার উদ্দ্যেশে রওনা করেছিলাম। কিন্তু মুরগির ফার্ম এসে ঢাকাগামী বাস বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া খরচ করে ছোট গাড়িতে যেতে হবে। সময় মতো পৌঁছাতে না পারলে হয়েতো আবার ঢাকায় রাত থেকে আগামীকাল কাজ করতে হবে। আমাদের ভোগান্তির শেষ কোথায়।
এ ব্যাপারে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ শ্যামলী পরিবহনের মালিক। যে কারণে প্রভাব খাটিয়ে তিনি আমাদের বাস ও কাউন্টার বন্ধ করে দিয়েছেন। তিনি আমাদের বাস ছেড়ে দিলে ও কাউন্টার খুলে দিলেই রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হবে।
এ বিষয় নিয়ে মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতাদের বৈঠক রয়েছে।