৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় ৯ মাস হতে চলল। তবে তার রেশ রয়েছে এখনো। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন লিওনেল মেসি।
কাতার বিশ্বকাপে আলোচিত এবং বিতর্কিত একটা ম্যাচ ছিল আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল। কথার লড়াই দিয়ে শুরু হওয়া এই ম্যাচে মাঠের খেলায়ও ছিল উত্তেজনার ঝাঁজ। এই ম্যাচে ১৮ বার কার্ড বের করতে হয়েছিল রেফারিকে।
কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে ডাচ কোচ ফন গাল বলেছিলেন, 'আর্জেন্টিনার পায়ে যখন বল থাকে না, মেসি তখন কিছুই করেন না।' এই কথায় বেশ অপমানিত হয়েছিলেন মেসি। আর তাই সেই ম্যাচে গোল করে ফন গালের উদ্দেশে দুই কানে হাত দিয়ে মেসি সেলিব্রেশন করেন। ম্যাচ শেষে মেসি জানিয়েছিলেন, ডাচ কোচ ফন গালের কথায় অপমানিত হয়ে তিনি এমনটা করেন।
সেই ম্যাচ হারের পর গণমাধ্যমে কখনো বিষয়টি নিয়ে কথা বলেননি ফন গাল। অবশেষে মুখ খুললেন ডাচ কোচ। নিজ দেশের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফন গাল বলেন, 'নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি পূর্বপরিকল্পিত ছিল। মেসিকে বিশ্বকাপ জেতাতে এমনটা করা হয়েছিল।'
সম্প্রতি ডাচ সংবাদমাধ্যম ‘এনওএস’ স্পোর্টসকে ফন গাল বলেন, 'আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। আপনি যখন দেখবেন কীভাবে আর্জেন্টিনা গোলগুলো করেছিল এবং আমরা কীভাবে গোলগুলো করেছিলাম (তখন বুঝতে পারবেন)। তাদের কিছু খেলোয়াড় সীমা অতিক্রম করেছিল এবং এরপরও তাদের কোনো শাস্তি দেওয়া হয়নি। ফলে আমার মনে হয়েছে এই ম্যাচটা পুরোপুরিভাবে পূর্বপরিকল্পিত খেলা ছিল। আমি যা বলতে চেয়েছি, মেসিকে কি বিশ্বচ্যাম্পিয়ন হতেই হতো? আমার মনে হয়, হ্যাঁ।'