বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘মৈমনসিংহ গীতিকা’র প্রকাশনার শতবর্ষ পূর্তি উৎসব আজ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৮

কিশোরগঞ্জে ‘মৈমনসিংহ গীতিকা’র প্রকাশনার শতবর্ষ পূর্তি উৎসব আজ বুধবার (৬ সেপ্টেম্বর)।  এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে  ‘মৈমনসিংহ গীতিকা’ প্রকাশনার শতবর্ষ পূর্তি উত্সব অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন ও জেলা পরিষদের সহযোগিতায় বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের কিশোরগঞ্জ জেলা শাখা এই অুনষ্ঠানের আয়োজন করেছে।

বুধবার বিকেলে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং অনুষ্ঠানের  প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান।

ছবি: সংগৃহীত

জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে উপস্থিত থাকবেন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ। সবশেষে গীতিনৃত্যনাট্য ‘সোনাই মাধব’ ও ‘কাজল রেখা’ মঞ্চস্থ হবে।

ইত্তেফাক/আরএজে