নোয়াখালীর কোম্পানীগঞ্জে বুধবার (৫ সেপ্টেম্বর ) ভোরে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত মোশারফ হোসেন (৪৩) সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মৃত মো. মোস্তফার ছেলে।
স্থানীয়দের ভাষ্য, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মালয়েশিয়া প্রবাসী সাইফুদ্দিনের বসতঘরে চুরি করতে দুজন অজ্ঞাত লোক দরজার নিচের মাটিতে সিঁদ কেটে ঘরে ঢুকে। এসময় সাইফুদ্দিনের পরিবারের লোকজন তাদের আত্মীয়ের বাড়িতে ছিলেন। তাদের ঘরে আওয়াজ শুনে পাশের ঘরে থাকা সাইফুদ্দিনের ফুফাতো ভাই জুনায়েদ টের পায়। জুনায়েদ পরে সাইফুদ্দিনের বড় ভাই বাহার উদ্দিন মিজানকে ফোন ডেকে নিয়ে উভয়ে ঘরের সামনে অবস্থান নেন। অবস্থান টের পেয়ে দু'চোরের একজন পালিয়ে গেলেও মোশারফ হোসেন আটকা পড়ে। পালিয়ে যাওয়া অপর চোরকে ধাওয়া করলে তিনি মিজানকে ছুরিকাঘাত করেন। মিজানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত মোশাররফকে ধরে ফেলে। একপর্যায়ে তাকে বেঁধে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রনব চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।