শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, সর্বজনীন পেনশন আওয়ামী লীগ সরকারের অবদান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলেন, তৃণমূলের লোকজনকে টাকা দিয়ে কেনা যায় না, তবে বড় বড় নেতাদের কেনা যায়, তাই তৃণমূলই আওয়ামী লীগের মূল সম্পদ।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর সদর পৌরসভা অডিটোরিয়াম হলে জেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক অবিহিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা,বিধবা ভাতা ইত্যাদির ব্যবস্থা করেছেন। গরীবের জন্য ন্যায্য মূল্যে চালের ব্যবস্থা করেছেন, যার জমি নাই, ঘর নাই তাদের জমিসহ ঘর দিয়েছেন। এখন সরকার সাধারণ জনগণকে পেনশনের আওতায় নিয়ে আসার প্রকল্প চালু করেছেন। অতিদরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন সমতা পেনশন স্কিম গ্রহণ করতে পারবেন। তাদের মাসিক চাঁদার অর্ধেক সরকার বহন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে এই পেনশন স্কিম গ্রহণ করেছেন।
এ সময় জেলা প্রশাসক নিজাম উদ্দীন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম সভায় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে ও শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জনসহ অনেকে।