রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দুই ঘণ্টায় কমলাপুর থেকে ভাঙ্গায় প্রথম ট্রেন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৯

পদ্মা বহুমুখী সেতুতে সড়ক পথে যানবাহন চালুর পর এবার পরীক্ষামূলক ট্রেন চলাচল চালু হয়েছে। ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টা ১৭ মিনিটে পৌঁছেছে পরীক্ষামূলক এ বিশেষ ট্রেন। ৮২ কিলোমিটারের এ দীর্ঘপথ পাড়ি দিতে ট্রেনটির সময় লাগে মাত্র ২ ঘণ্টা ১০ মিনিট।

এর আগে, সকাল ১০টা ৭ মিনিটে কমলাপুর থেকে ট্রেনটি ছেড়ে যায়। এরপর ১১টা ২৬ মিনিটে পদ্মা সেতুতে ওঠে ট্রেনটি ও ১১টা ৩৩ মিনিটের দিকে ৬.১৫ কিলোমিটার সেতু পার হয় ট্রেনটি।

যাত্রা শুরুর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, এই রেললাইন উদ্বোধনের ফলে দক্ষিণ অঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন হবে। এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা সহজ হবে, এর সুফল পাবে সারাদেশের মানুষ। 

ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছালে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হওয়া মানুষ ‘জয় বাংলা’ স্লোগানে স্বাগত জানান।

ইত্তেফাক/এসএ/কেকে