বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বেইলি ব্রিজ ভেঙে তলিয়ে গেল ট্রাক, বিচ্ছিন্ন টাঙ্গাইল

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৯

টাঙ্গাইলের দেলদুয়ার সড়কের সেহড়াতৈল বেইলি ব্রিজটি আবারও ভেঙে পড়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি বালুবাহী ট্রাক ব্রিজের শেষ প্রান্তে পৌছালে ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় ট্রাকচালক ও তার তিনজন সহযোগী প্রাণে বেঁচে যান। 

স্থানীয়রা জানান, রাতে টাঙ্গাইল থেকে বালু বোঝাই একটি ট্রাক দেলদুয়ারের দিকে যাচ্ছিলো। ট্রাকটি সেতুর উত্তর প্রান্ত থেকে উঠে দক্ষিণ প্রান্তে এসে নামার আগ মুহূর্তে বিকট শব্দে ভেঙে পড়ে। এ সময় ট্রাকচালক ও তার সহযোগীরা সাঁতার দিয়ে পাড়ে উঠেন। বিকট শব্দ পেয়ে তাৎক্ষণিক স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে রাতেই দেলদুয়ার থানা পুলিশ ও দেলদুয়ার ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে ব্রিজটি ভেঙে যাওয়ায় দেলদুয়ার উপজেলার সঙ্গে জেলা শহরের সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে প্রায় অর্ধশতাধিক নৌকায় করে সাধারণ মানুষ পারাপার হচ্ছেন।

এদিকে ২০১৭ সালের ১৭ জুলাই এই বেইলি ব্রিজটি সার বোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছিল। স্থানীয়দের দাবি ব্রিজটি দ্রুত মেরামতের পাশাপাশি নতুন করে পাকা ব্রিজ নির্মাণের। 

দেলদুয়ার থানার ও‌সি নাছির উদ্দিন মৃধা বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হ‌য়ে‌ছে। চারজন আহত হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলীউল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন দ্রুত ব্রিজটি মেরামত করে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। 

সরেজিমন ঘুরে দেখা গেছে শনিবার থেকেই সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা ব্রিজটি মেরামতের কাজ শুরু করেছেন।  

ইত্তেফাক/পিও