শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চট্টগ্রামে শাশুড়িকে হত্যা জামাই গ্রেফতার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৩

চট্টগ্রামে শাশুড়িকে হত্যাকারী কন্যার জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর বন্দর থানার কলসীদীঘি রোডে শাশুড়ি রুমা আক্তার প্রকাশ মঞ্জুরা বেগমকে (৫০) হত্যার অভিযোগে মেয়ের জামাই মো. আজিমকে গ্রেফতার করা হয়। পারিবারিক কলহের জেরে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে শাশুড়িকে হত্যা করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ। গতকাল সোমবার সকালে ডবলমুরিং থানার সুপারিওয়ালাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত রবিবার দিনের বেলায় কোনো এক সময় গোলাম মোহাম্মদ চৌধুরীর বিল্ডিংয়ের ৪র্থ তলায় ৯ নম্বর বাসায় শাশুড়িকে হত্যা করে মেয়ের জামাই আজিম পালিয়ে যান বলে অভিযোগ। মো. আজিম (৫৩) কর্ণফুলী থানার শিকলবাহা জামালপাড়ার মৃত মো. আলী জোহারের ছেলে।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার জানান, পারিবারিক কলহের জেরে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে শাশুড়ি রুমা আক্তার প্রকাশ মঞ্জুরা বেগমকে হত্যা করে মেয়ের জামাই আজিম। হত্যা করে গলায় গামছা পেঁচিয়ে ঝুলিয়ে রেখে আজিম পালিয়ে যান। সোমবার সকালে সুপারিওয়ালাপাড়া এলাকা থেকে আজিমকে গ্রেফতার করা হয়।

ইত্তেফাক/এমএএম