শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আলোচিত কলেজশিক্ষক হত্যা: বগুড়ায় দুজন গ্রেপ্তার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৭

বগুড়ার শাজাহানপুরে দিনেদুপুরে কলেজ শিক্ষক শাহজালাল তালুকদার পারভেজ হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা। সোমবার (১১ সেপ্টেম্বর) বগুড়া শহর ও রাজশাহী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিন রাত সাড়ে আটটার দিকে র‌্যাব-১২ বগুড়া কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকার মো. তন্ময় ওরফে সাব্বির ওরফে কিলার সাব্বির ও শহরের কালিতলা শিববাট্টি এলাকার আল-আমিন।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পারভেজ হত্যা মামলার হোতা কিলার সাব্বির রাজশাহীতে ও আরেক আসামি আল-আমিন শহরের কালিতলা এলাকায় আত্মগোপনের খবর আসে আমাদের কাছে। পরে বেলা সোয়া ১১টার দিকে আল-আমিনকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন (অননুমোদিত) সিএনজিচালিত অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়। পরে বেলা সোয়া তিনটার দিকে রাজশাহী সদর থানা এলাকা থেকে কিলার সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে। তারা হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সিএনজি করে পালিয়ে যায়। প্রথমে ঢাকায় আত্মগোপন করলেও পরে রাজশাহীসহ বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসামিরা। এরই মধ্যে তাদেরকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’

গত ২ সেপ্টেম্বর সকালে শাজাহানপুর উপজেলার কৈচর বিএম টেকনিক্যাল অ্যান্ড কারিগরি কলেজের প্রভাষক পারভেজকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরের দিন পারভেজের স্ত্রী বাদী হয়ে বগুড়া শাজাহানপুর থানায় ইমন বাবু, কাউছার, দুলু মিয়া, আরিফ হোসেন, উজ্জ্বল, রোকসানা, গুলশানাসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ইত্তেফাক/এইচএ