সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাদারীপুরে রান্নাঘ‌রের আগুনে পুড়ে ছাই ৩ বসতঘর

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১০

মাদারীপুরের কালকিনিতে তিন বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিকারমঙ্গল এলাকায় সংঘটিত ঘটনার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার সন্ধ্যায় শিকারমঙ্গল এলাকায় আজিজুল মাতুব্বরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে সেই আগুন আশেপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আজিজুল মাতুব্বর ও আল-আমিন মাতুব্বরের তিনটি বসতঘর পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত আজিজুল মাতুব্বর বলেন, ‘আগুনে আমার বড় ধরনের ক্ষতি হয়ে গেল। আমার ঘরের আসবাবপত্র আর মূল্যবান সব জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি প্রশাসনের সাহায্য কামনা করছি।’

আরেক ক্ষতিগ্রস্ত আল-আমিন বলেন, ‘চোখের সামনে সব পুড়ে গেলো কিছুই করতে পারলাম না। আমার ঘরে সব মিলিয়ে চার লাখ টাকার জিনিস ছিল। আমার কোনো জমানো টাকা নাই, যেই টাকা দিয়ে ঘর তুলবো। এখন সরকার যদি সাহায্য করে তাহলে ঘর তুলতে পারবো।’

এ ঘটনায় নগদ টাকা ও মালামালসহ প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

কাল‌কি‌নি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আমাদের পৌঁছানোর আগেই তিনটি বসতঘর ও রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ইত্তেফাক/এসএ/এইচএ