এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত। রোববার (১০ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা।
সুপার ফোরে দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জয় পেয়েছে। 'এ' গ্রুপ থেকে রার্নার আপ হয়ে সুপার ফোরে এসেছে ভারত। তবে সুপার ফোরে প্রথম ম্যাচে পাকিস্তানকে ২২৮ রানে হারিয়েছে রোহিত শর্মার দল।
অন্যদিকে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠে শ্রীলঙ্কা। এরপর সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ ২১ রানে হারায় লঙ্কানরা। টুর্নামেন্টের ফাইনালে যেতে দু'দলের জন্যেই গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।
ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, দ্বিমুখ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), শাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাশুন শনাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, মাহিশ থিকসানা, কাশুন রাজিথা ও মাথিসা পাথিরানা।