রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভারত অলআউট হওয়ার আগেই বৃষ্টির বাগড়া

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৮

আগে থেকে ছিল বৃষ্টির শঙ্কা। সেই শঙ্কা মাথায় নিয়ে এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে ভারত। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ভারত। তবে মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় ৪৭ ওভারে ৯ রানে হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করেছে ভারত। অলআউট হওয়ার আগেই বৃষ্টি নামায় খেলা বন্ধ রয়েছে। 

টস জিতে ব্যাট করতে নেমে ভারতকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিবমন গিল। উদ্বোধনী জুটিতে ৮০ রান যোগ করেন এই দুই ব্যাটার। 

২৫ বলে ১৯ রান করে গিল আউট হয়। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় ভারত। আগের দিনের সেঞ্চুরিয়ান বিরাট কোহলি ১২ বলে ৩ ও রোহিত ৪৮ বলে ৫৩ রান করে ফিরে যান।

এরপর ইশান কিষানকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন লোকেশ রাহুল। দুজন মিলে ৬৩ রানের জুটি গড়েন। 

তবে দলীয় ১৫৪ রানে ৪৪ বলে ৩৯ রান করে ফিরে যান রাহুল। তার বিদায়ের পর দলীয় ১৭০ রানে ৬১ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরে যান ইশান।

ইশানের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ভারত। এরপর বৃষ্টি নাম খেলা বন্ধ হয়ে যায়। শ্রীলঙ্কার পক্ষে দুনিথ ওয়েল্লালাগে ৫টি ও চারিথ আসালাঙ্কা নেন ৪টি উইকেট।    

ইত্তেফাক/জেডএইচ