কাপাসিয়ায় রাতের আঁধারে এক খামারির ফলবান শতাধিক পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ঐ কৃষকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে জানান। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার তরগাঁও ইউনিয়নের নবীপুর গ্রামে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক জামাল উদ্দিন বাদী হয়ে কাপাসিয়া থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, জামাল উদ্দিন তার বসতবাড়ি সংলগ্ন দুইটি পেঁপে বাগান করেন। গত শনিবার ভোরে বাগানে গিয়ে প্রায় শতাধিক পেঁপে গাছ কাটা দেখতে পান। পরে তিনি বিষয়টি এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্যকে জানিয়েছেন। জামাল উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জেরে তার ফলবান গাছগুলো কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি একই গ্রামের প্রতিবেশী ফিরুজ মিয়া, জনি মিয়া, জালাল উদ্দিন, বেলায়েত হোসেন ও অনিছুর রহমানকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, তিনি ক্ষতিগ্রস্ত বাগানটি দেখেছেন। বাগান মালিকের সঙ্গে কারো পারিবারিক বিরোধ থাকলেও গাছের সঙ্গে শত্রুতা করা ঠিক হয়নি।
থানার ওসি এ এইচ এম লুত্ফুল কবির জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।