সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ছয়দিন পর মায়ের কোল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১

মাদারীপুরে মায়ের কোল থেকে চুরি হওয়া শিশু আলিফকে ছয়দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামের জামাল হাওলাদারের বাড়ি থেকে শিশুটি উদ্ধার করা হয়। সে কালকিনির চরঠ্যাঙ্গামারা গ্রামের আলিরাজ সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতের খাবারের সাথে স্বামীর দেয়া চেতনানাশক খেয়ে কাজল আক্তার ছেলেকে নিয়ে ঘুমিয়ে পরে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে আলিফকে না দেখতে পেয়ে এদিক-ওদিক খুঁজতে শুরু করেন। স্বামী আলিরাজ সরদারকে না দেখতে পেয়ে বিভিন্ন আত্মীয়ের বাড়িতেও খোঁজ করেন। পরে জানতে পারেন এক লাখ টাকার বিনিময়ে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামের জামাল হাওলাদারের কাছে বিক্রি করে দেয়া হয় আলিফকে।

বিষয়টি থানা পুলিশকে জানালে মঙ্গলবার বিকেলে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয় শিশুটিকে। এতে আনন্দে আত্মহারা সবাই।

স্বজনরা জানায়, মাদারীপুরের কালকিনির চরঠ্যাঙ্গামারা গ্রামে বসবাস শিশুটির। বাবা আলিরাজ সরদার শহরের রিকশা চালান। শিশুটি বিক্রিতে বাবার সঙ্গে সহযোগিতা করেন দাদি পারুল বেগম ও শহরের পুরানবাজার এলাকার দালাল নাসিমা বেগম। পরে সবাই ভাগাভাগি করে শিশুটি বিক্রি হওয়া টাকা। এ ঘটনার দৃষ্টান্তমূলক দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল হাসান বলেন, ‌‘শিশুটিকে উদ্ধারে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। আর লিখিত অভিযোগ পেলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।’

ইত্তেফাক/এইচএ