শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বালুর স্তুপ ধস, চাপা পড়ে তিনজন নিহত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:১১

রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়ার হান্নানের বালির চাতালে ট্রাকে বালু তোলার সময় বালুর স্তুপ ভেঙে চাপা পড়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটের বালু ব্যবসায়ী মো. হান্নানের বালির চাতালে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর গ্রামের মো. হালিম শেখের ছেলে ও বালু ব্যবসায়ী হান্নানের বড় ভাই আব্দুর রহিম শেখ (৫২) ও জৌকুড়া গ্রামের মো. গেদার শেখের ছেলে এস্কেভেটর (ভ্যেকু) মেশিন চালক মারুফ শেখ (১৯) ও কুষ্টিয়ার মিরপুর থানার মহিষাখোলা গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে ট্রাক চালক ইমরান সরদার (২৫)।

স্থানীয়রা সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে জৌকুড়া ঘাট এলাকায় স্তুপ করে বিক্রি করে ব্যবসা চালিয়ে আসছিলেন ব্যবসায়ী মো. হান্নান শেখ। তিনি জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ির পাশে গড়ে তুলেছেন বড় আকারের বালুর চাতাল। ওই চাতাল থেকে নিয়মিতভাবে বালু বিক্রি করা হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বালুর চাতালের ওপর থেকে ভ্যেকু দিয়ে ১০ চাকার একটি  ট্রাকে বালু ভর্তির কাজ চলছিলো। বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, ভেকু চালক মারুফ ও ট্রাকচালক রিমন ট্রাকের চাকার নিচে আটকে থাকা বালু সরানোর কাজ করছিলেন। হঠাৎ সে সময় ৫০-৬০ ফুট ওপর থেকে বালুর একটি স্তুপ বেকুসহ ট্রাকের উপর পড়ে। স্তুপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা তিনজনের মৃত্যু হয়।

এসময় তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকে বালুভর্তি করার সময় স্তুপ ধসে নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় রাতেই জৌকুড়া হান্নানের বালুর চাতাল পরিদর্শন করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন (প্রশাসন ও অর্থ) বলেন, দুর্ঘটনার পেছনে বালুর চাতাল মালিকের গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

ইত্তেফাত/এইচএ

এ সম্পর্কিত আরও পড়ুন