শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আড়াইহাজারে ‘ইতিহাসের ধ্রুবতারা’ বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাংবাদিক ও কথাসাহিত্যিক সফুরউদ্দিন প্রভাতের গদ্যে পদ্যে মিশেলে ব্যতিক্রমী গ্রন্থ ‘ইতিহাসের ধ্রুবতারা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি প্রকাশ করেছে ছায়াবিথী প্রকাশনী।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ইশতিয়াক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (মাউশি) শিক্ষা কর্মকর্তা কে এম আলমগীর, স্বাধীনতা শিক্ষক পরিষদের আড়াইহাজার উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন সরকার, খাগকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহসহ আরও অনেকে।

এছাড়া বিভিন্ন স্কুল ও মাদরাসার প্রধানরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এইচএ

এ সম্পর্কিত আরও পড়ুন