শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইমরান খানের 'জুডিশিয়াল রিমান্ড' আরও বাড়লো  

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ও তার দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশির বিচারিক রিমান্ড আরও বাড়ানো হয়েছে। দেশটির বিশেষ এক আদালত আজ বুধবার সাইফার মামলায় চলতি মাসের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তাদের বিচারিক রিমান্ড বাড়িয়েছে। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের। 

গত ৫ আগস্ট তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তিন বছরের কারাদণ্ড হয় ইমরান খানের। সেইদিন থেকে তিনি অ্যাটক কারাগারে বন্দী আছেন। যদিও পরবর্তী সময়ে ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের বিরুদ্ধে এ রায় স্থগিত করে দেন। তবে সাইফার মামলায় তিনি বন্দী আছেন। 

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) পিটিআই প্রধান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে সাইফার মামলায় গ্রেপ্তার করে।  

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজকের শুনানিতে বিচারক জুলকারনাইন সাইফার মামলায় এফআইএ-কে ২৬ সেপ্টেম্বর একটি চালান জমা দিতে বলেছেন।

সাইফার মামলায় কুরেশিকে গত ১৯ আগস্ট ইসলামাবাদে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় এবং ইমরান খানকেও একই মামলায় গ্রেপ্তার করা হয়। যদিও তিনি তোশাখানা মামলায় সেইসময় অ্যাটক কারাগারে বন্দী ছিলেন। 

ইত্তেফাক/এসআর