মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাজ্জাক মাল (৫৫) এর বসতঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের চেয়ারম্যান সিরাজুল আলম মাল এই ঘটনা ঘটিয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে ওই ইউপি সদস্যের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজ্জাক মালের বসতঘরের সিঁড়িতে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বোমা বিস্ফোরণের বিকট শব্দে আশপাশে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে এই ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে শাস্তির দাবিতে বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরফতে বাহাদুর গ্রামে বিক্ষোভ মিছিল করেছে বেশ কয়েকজন ইউপি সদস্য ও স্থানীয় লোকজন।
বাড়ির প্রতিবেশী আবুল হোসেন বলেন, গভীর রাতে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখি চারিদিকে ধোঁয়া আর বারুদের গন্ধ।
ইউপি সদস্য রাজ্জাক মাল বলেন, আমাদের পরিষদের মেম্বরদের সঙ্গে চেয়ারম্যান সিরাজুল আলম মালের দীর্ঘদিন যাবৎ শত্রুতা চলে আসছে তাই সে তার লোকজন দিয়ে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। আমি তাদের নামে মামলা করবো।
কালকিনি থানার ওসি নাজমুল হাসান বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।