শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নোয়াখালীতে ছাত্রলীগ নেতার হামলায় যুবলীগ নেতাসহ ৩ জন আহত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:১২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতার হামলায় এনামুল হক হক নামে এক যুবলীগ নেতাসহ তিনজন আহতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রুহিদ চাঁদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। 

আহতরা হলেন, চরপার্বতী ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য এনামুল হক হকসাব (৪৮), তার স্ত্রী মনোয়ারা আক্তার (৩৬), কলেজ পড়ুয়া মেয়ে ফারিয়া হক (১৭)। 

আহত যুবলীগ নেতা এনামুল হকের অভিযোগ, জমি সংক্রান্ত বিষয়ে ছাত্রলীগ নেতা আরিফ ও তার পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে। কিন্তু ছাত্রলীগ নেতা আরিফ সালিশের সিদ্ধান্ত না মেনে আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছিল। এ বিষয়ে গত ৩ সেপ্টেম্বর থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরিও করেছিলাম। এরইমধ্যে মঙ্গলবার দুপুরে বাড়িতে প্রবেশ করার সময় আরিফ, তার ভাই হারুন, বাদশাসহ ৮-১০ জন আমার ওপর অতর্কিতে হামলা চালায়। আমার চিৎকার শুনে আমাকে বাঁচাতে আমার স্ত্রী ও মেয়ে এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়।

ছাত্রলীগ নেতা আরিফুর রহমান আরিফ অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার কোনো ঘটনা ঘটেনি। এনামুল হক নাটক সাজিয়ে অসুস্থতার ভান ধরে হাসপাতালে ভর্তি হয়ে আছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রনব চৌধুরী বলেন, হামলার বিষয়টি জেনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এবি